• ১। ভর্তির সময় ছাত্রীর বয়স জন্ম সনদ অনুস্বারে ৫ বছর হতে হবে।
  • ২। ভর্তির সময় পূর্বের প্রতিষ্ঠানের রেজাল্ট কার্ড এবং ছাড়পত্র দেখাতে হবে।
  • ৩। ভর্তির জন্য আবেদন করতে অফিস থেকে ফরম সংগ্রহ করে মুহতামীমা সাহেবার নিকট
  • ভর্তি পরিক্ষা দিতে হবে। ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।
  • ৪। ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হতে না পারলে নিচের ক্লাসে ভর্তি হতে হবে।
  • অন্যথায় অত্র প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থাকবে না।
  • ৫। ভর্তির আবেদন করতে অবশ্যই ছাত্রীর জন্ম নিবন্ধন এবং পিতা/মাতা/গার্ডিয়ানের
  • ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
  • ৬। ভর্তির সময় পিতা-মাতাকে উপস্থীত থেকে ফরমে দস্তগত করতে হবে।
  • ৭। ভর্তিকালীন সময় চলতি মাসের বেতন পরিশোধ করতে হবে।
  • ৮। ভর্তিকালীন সকল লেনদেন পরিশোধ করতে হবে।
  • ৯। অত্র প্রতিষ্ঠান থেকে বহিস্কৃত ছাত্রী ভর্তি নেওয়া হয় না।
  • ১০। বিবাহিত ছাত্রী ভর্তি নেওয়া হয় না।