আমাদের সম্পর্কে

আমরা সততার সাথে আমাদের দায়িত্ব পালন করে আসছি

প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল

আমি অত্র প্রতিষ্ঠানের শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছি। এবং প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে দেখাশুনা করি।

সভাপতি
সভাপতি

অত্র প্রতিষ্ঠানের শুরু থেকে সার্বিকভাবে সহযোগীতা করি এবং নিয়মিয় সকল বিষয়ে খোঁজ খবর রাখি।

মুহতামিমা
মুহতামিমা

আমি মাদরাসার শিক্ষা বিষয়ে সকল কার্যক্রম পরিচালনা করি, এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করি।

প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেবের ভূমিকা

আমি মুহাম্মাদ রাইহান রাযী, রাহনুমা বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আজ থেকে ৫ বছর ৩ মাস ২৬ দিন পূর্বে আমার ব্যাক্তিগত নোট বুকে রাহনুমা বালিকা মাদরাসার পরিকল্পিত নাম লিখি। সময়ের পালাবদলে দিনের পর দিন নিয়মিত চেষ্টা ফিকির চলমান থাকে, নতুন এক দিগন্তের সূর্য কবে উদিত হবে পৃথিবীর বুকে। এর সাথে মহা-মহিম আল্লাহ তায়ালার নিকট দোয়া করতে থাকি। নফল নামাজ মানত সহ বিভিন্নভাবে চেষ্টা করতে থাকি। এভাবে কেটে যায় দীর্ঘ কয়েকটি বছর। অবশেষে মহান রাব্বুল আলামীনের দয়ায় সেই নতুন সূর্য উদিত হওয়ার হিমেল বাতাস বয়ে বেড়ায় আমার চারিদিকে। তখন আমার প্রচেষ্টা যেন আরও ত্বরান্বিত হলো। একদিন ঠিক বিকেল বেলা তারিখটি ছিল ০৬-০৯-২১ আল্লামা আব্দুল ওয়াদুদ দা.বা. এর দোয়ার মাধ্যোমে উদ্ভোদন হয় আল্লাহর নবীর ঘর রাহনুমা বালিকা মাদরাসা। আর আজ ০১-০৯-২৩ আমি যখন ভূমিকা লিখছি, অত্র প্রতিষ্ঠান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় অনেকটাই সফলতার পথে অগ্রসর। যখন মাদরাসার বয়স ১ বছর ১১ মাস ৩০ দিন চলছে। এই শুভ্র যাত্রায় আমি মালিকের সাহায্য সবচেয়ে বেশী পেয়েছি তিনিই (আল্লাহ) আমাকে তার রহমতের ফুয়ারা দিয়ে বেষ্ঠন করে রেখেছেন। এবং আল্লাহ তায়ালা তার বান্দা জনাব আলহাজ্ব সাইফ আহমাদ সরকার সাহেব (আমার শশুড়) যার সর্বাত্নক সহযোগীতা পরামর্শ দোয়া কোন কমতি ছিলনা। যার ফিরিশতি লিখে শেষ করার মত সাদ্ধ্ব আমার নেই। এবং মাদরাসার শিক্ষার মান উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা মেহনত রয়েছে আমার সহধর্মীনি আলেমা সাদিয়া আফরীনের। যেই মানুষটি দিন-রাত হাড়ভাঙ্গা পরিশ্রম করে স্বযন্তে মনের মাধুরী মিশিয়ে রাহনুমা কাননের পরিচর্যা করেছেন। যার ফলে এত অল্প সময়ে মাদরাসা আলোর মুখ দেখেছে। মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে রাহনুমা কাননের শুভ্র সফেদ বিচ্ছুরিত সুভাষ। পরিশেষে নিজের ভূমিকা লেখা শেষ করার আগে আমি মুহাম্মাদ রাইহান রাযী আমার লক্ষ্য উদ্দেশ্য লিখে সংক্ষিপ ভূমিকা শেষ করব। মহান রবের দেয়া ইলম আমার দরদমাখা জ্ঞান পিপাস্বু তালিবে ইলমদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং খাটি আল্লাহওয়ালা বানানোর লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম চেষ্টা মেহনত আর জীবনের সবটুকু শ্রম বিলিয়ে দিবার চেষ্টা করতে পিছপা হব না ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় হন তাহলে একদিন পাড়া মহল্লা আর ইট পাথরের পথে পান্তরে ইথারে ইথারে ছড়িয়ে যাবে রাহনুমা কাননের জান্নাতি পাখিদের অমীয় খুশবু। ইনশাআল্লাহ !! ইনশাআল্লাহ !! ইনশাআল্লাহ !! লেখক- রাহনুমা কাননের খাদেম মুহাম্মাদ রাইহান রাযী

রাহনুমার জান্নাতি পাখি
রাহনুমার জান্নাতি পাখি
শিক্ষা সফরে ছাত্রীরা
শিক্ষা সফরে ছাত্রীরা
মাদরাসার ড্রেস
মাদরাসার ড্রেস

আমাদের ক্লাস

সকাল ৮:০০ থেকে রাত ৮:০০ পর্যন্ত ক্লাস রুটিন

সকালের ক্লাস ৮:০০ থেকে আরম্ভ হয়ে দুপুর ১২:৪৫ মিনিটে শেষ হয়। এর মধ্যে রয়েছে ১৫ মিনিট নাস্তার বিরিত এবং ১২:৪৫ মি. থেকে ১:১৫ পর্যন্ত ৩০ মিনিট যোহরের নামাজের বিরতী মোট ৪ জন শিক্ষিকা সকালের ক্লাসে উপস্থীত থাকেন।

সকালের ক্লাস
সকালের ক্লাস

দুপুরের ক্লাস ২:১৫ মিনিট থেকে আরম্ভ হয়ে আছরের আযান পর্যন্ত।

দুপুরের ক্লাস
দুপুরের ক্লাস

রাতের ক্লাস আরম্ভ হয় মাগরীবের সালাতের পর থেকে ক্লাস চলমান থাকে রাত ৮:০০ পর্যন্ত।

রাতের ক্লাস
রাতের ক্লাস

নতুন পোষ্ট

আমাদের আপডেট নিউজ পেতে চোখ রাখুন

সতর্কীকরণ

রাহনুমা বালিকা মাদরাসার সকল ছাত্রীদের অবগতীর জানানো যাচ্ছে যে, সাময়িক সমস্যার কারনে আমাদের ওয়েবসাইট বন্ধ ছিল। পুনরায় আবারও চালু হয়েছে।